Header Ads

Header ADS

"বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় ১০ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে উপজেলায় চ্যাম্পিয়ন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২"

"বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়

১০ টি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে 

উপজেলায় চ্যাম্পিয়ন। 


*অভিনন্দন সকল শিক্ষক ও প্রিয় শিক্ষার্থীদের*

উপজেলা পর্যায়ে


১-  দেশাত্মবোধক গান বিভাগে 

প্রথম হয়েছেন

তাহিয়া জাবিন তাসবি, 

শ্রেণী অষ্টম 


২-রচনা প্রতিযোগিতা বিভাগে

প্রথম হয়েছেন 

সামিহা মাহ্সিনা উলফাত

শ্রেণি নবম


৩-রচনা প্রতিযোগিতা(ইংরেজি) বিভাগে

প্রথম হয়েছেন 

সাদিয়া শিবলী দোহা 

৮ম শ্রেণি


  • ৪- উপস্থিত (বিতর্ক) বিভাগে 

প্রথম হয়েছেন 

রাবেয়া বসরী সীমা

শ্রেণী অষ্টম


৫- নির্ধারিত বক্তব্য বিভাগে

প্রথম হয়েছেন 

রাবেয়া বসরী সীমা 

শ্রেণি অষ্টম 

 

৬- জারি গান বিভাগে (খ গ্রুপ)

প্রথম হয়েছেন

পুষ্পিতা ও তার দল


৭- জারি গান বিভাগে (ক গ্রুপ)

প্রথম হয়েছেন

তাহিয়া জাবিন তাসবি ও তার দল

 

৮-লোক নৃত্য  বিভাগে

প্রথম হয়েছেন 

নুসরাত জাহান নিশি 

১০ম শ্রেণি 


৯- তাৎক্ষণিক অভিনয় বিভাগে 

প্রথম হয়েছেন 

হোসনে আরা বিনতে আহমদ

শ্রেণি দশম


১০- রবীন্দ্র সংগীত বিভাগে

প্রথম হয়েছেন 

শ্রাবন্তী শীল 

অষ্টম শ্রেণি


যারা বিভিন্ন ইভেন্টে ২য় স্থান(১০ টি) ও ৩য়(২টি) স্থান অধিকার করেছো  তাদের সকলকে শুভেচ্ছা।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.