Header Ads

Header ADS

১০ টি গুরুত্বপূর্ণ হাদিস। যা জানা আমাদের সবার জরুরি...


 

------১০-টি  হাদিস -----


★যে ব্যক্তি একজন 

মুসলমানের দোষ গোপন রাখবে 

আল্লাহ দুনিয়া ও আখেরাতে

ঐ ব্যক্তির দোষ গোপন রাখবেন । 


----বুখারী২৪৪২, মিশকাত৪৯৫৮

মুসলিম ৬৭৪৩।


★রাসুল (ﷺ) বলেনঃ

যে ব্যক্তি লা-ইলাহ ইল্লাল্লাহর 

উপর দৃঢ় বিশ্বাস নিয়ে, 

মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। 


-----(মুসলিমঃ৪৩)


★মুহাম্মদ (সা:) বলেছেন।

- ঘুমানোর সময় আলো 

নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।


---- [সহীহ বুখারী: ৩২৮০]


★যার অন্তরে সরিষা সমপরিমাণ 

ঈমান আছে সে জাহান্নামে যাবে না।

আর যার অন্তরে সরিষা 

সমপরিমাণ অংকার আছে 

সে জান্নাতে যাবে না৷


---( মুসলিম মিশকাত হা ৫১০৮ )


★পানি পান করার শুরুতে 

বিসমিল্লাহ ও শেষে 

আলহামদুলিল্লাহ বলা 

প্রিয় নবীজির সুন্নাত।


-----(তিরমিজি ২/১০)


★যে চক্ষু আল্লাহর ভয়ে 

কাঁদে, সে চক্ষুকে 

জাহান্নামের আগুন 

স্পর্শ করবেনা ।


----তিরমিযী- ১৬৩৯


★আর কিয়ামত এমন অবস্থায় 

কায়েম হবে যে, কোন ব্যাক্তি 

তার মুখ পর্যন্ত লোকমা উঠাবে,

কিন্তু সে তা খাবার সময ও 

সুযোগ পাবে না ।


------সহিহ বুখারী : ৬৫০৬


★রাসূল (সাঃ) বলেছেন,

যে ব্যক্তি আমার উপর একবার

দুরুদ শরীফ পাঠ করে, 

আল্লাহ তার উপর দশবার 

রহমত বর্ষন করেন।


-----(মুসলিমঃ৪০৮)


★ভালো মৃত্যু লাভের দুয়া:

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُ

كَ حُسْنَ الْخَاتِمَةِ


(আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ)

অর্থ:- হে আল্লাহ। আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই।


----১/তিরমিযী ২১৪০]


★যে যুবক - যুবতী 

যৌবনে আল্লাহর ইবাদতে 

লিপ্ত থাকবে, 

আল্লাহ তায়ালা তাকে 

আরশে পাকের ছায়া তলে আশ্রয় 

দান করবেন ।


----সহীহ বুখারী- ৬৮০৬


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.