কি বলেন আবুল তাবুল, সবার সেরা চেয়ারম্যান বাবুল
কি বলেন আবুল তাবুল, সবার সেরা চেয়ারম্যান বাবুল
-----------------------------------------------------
বড় মহেশখালীর নির্বাচন ঃ- বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম যাচাই-বাছাই হলো ১৯ মে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে বৈধতা পেলেন বর্তমান সফল চেয়ারম্যান সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল। একজন চেয়ারম্যান যে কতো জনপ্রিয় হতে পারে তার প্রমাণ বাবুল চেয়ারম্যান। তিনি বড় মহেশখালী নতুন বাজার সহ কয়েকটি এলাকায় গিয়ে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় এবং নির্বাচনী বিষয়ে আলোচনা করেন। এসময় প্রসঙ্গক্রমে একজন মুরুব্বি বলে ওঠেন, " কি বলেন আবুল তাবুল, সবার সেরা চেয়ারম্যান বাবুল।" মুরুব্বি আরো বলেন, তিনি যখন ৫ বছর বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন তার কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল সমান মর্যাদা পেয়েছেন। তিনি কাউকে খাটো করে দেখেননি। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনেও চেয়ারম্যান বাবুলের অবস্থান ভালো বলে তিনি জানান ।
কোন মন্তব্য নেই