জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের (২০২১-২২) ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মঃ
.🎯🎯 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের (২০২১-২২) ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মঃ
👉 ইতিমধ্যেই NU অনার্স ভর্তির প্রাথমিক আবেদনের তারিখ প্রকাশ করেছে😌 আবেদন চলবে ২২ মে ২০২২ বিকাল ৪.০০ টা হতে ৯ জুন ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত 👈
💠আবেদন করতে যা যা লাগবে-
✅ অনলাইন আবেদন ফরম
✅ SSC ও HSC পরীক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর
✅ ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
✅ একটি সচল মোবাইল নম্বর
💠আবেদনকারী কে যা করতে হবে-
🥀১ম কাজ:
-------------------
তোমার ১ম কাজ হবে অনলাইনের কাজ করে এমন দোকানে যাওয়া️😊️ সেখানে গিয়ে অনার্স ভর্তি আবেদন করবো বললে বাকি কাজ তারাই করে দেবে🤗 সাথে উপোরোক্ত জিনিস গুলো নিতে ভুলনা কিন্তু🔔 আর যে ফোন নম্বর দিবে ঐ ফোনটা সাথে নিয়ে যাবা📱 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমার স্বাক্ষর লাগবে তাই পারলে নিজে স্ব-শরীরে গিয়ে আবেদন করো🙂 যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমার স্বাক্ষর করা চিরকুট তার সাথে পাঠাই দিতে পারো👍🏻 তবুও বলবো নিজের কাজ নিজে করাই উত্তম😉
আবেদন করতে ২৫০ টাকা লাগবে😶
মনে রেখো, কোনো কারণে ভুল তথ্য দিয়ে আবেদন করে ফেললে শুধুমাত্র একবারই তুমি সেটা পরিবর্তন করে আবার নতুন করে আবেদন করতে পারবে কিন্তু সেটাও কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগ মূহুর্ত পযর্ন্ত👈 একবার কলেজে কাগজপত্র জমা দিতে আর কিছুই করার থাকবে না😪 তাই আবেদনের সময় ভালো মতো সমস্ত তথ্য চেক করে নিও🧐
🥀২য় কাজ:
------------------
অনলাইনে আবেদন শেষ করে আবেদন ফরমটি নিয়ে সোজা ঐ কলেজে চলে যাবে যে কলেজের জন্য আবেদন করেছো😀 কলেজে গিয়ে আবেদন ফরম, তার সাথে তোমার এক কপি ছবি স্ট্যাপলার করে ( ছবির পেছনে নিজের নাম লিখে দিও), এসএসসি + এইচএসসি এর এডমিট কার্ড ও মার্কশীটের ফটো কপি ( কলেজ যে কয় কপি চায়) ইত্যাদি কাগজপত্র কলেজ কতৃপক্ষের কাছে জমা দেবে☺ ব্যাস তোমার কাজ এখানেই শেষ😇
এখন শুধু তোমার একটাই কাজ আর সেটা হলো রেজাল্টের জন্য অপেক্ষা করা.....................................
বাকি কি করতে হবে সেটা না হয় রেজাল্ট বের হওয়ার পরেই বলবো আপাদত এইটুকুনই থাক 🙃
আর শোনো কম্পিউটারের দোকানে যখন আবেদন করবে তখন কলেজ চয়েসের সাথে সাবজেক্টও চয়েস করতে বলবে, তুমি সেই সাবজেক্ট গুলোই আগে সিলেক্ট করবে যে সাবজেক্টে তুমি পড়তে বেশি ইচ্ছুক📣 কারণ চান্স পাওয়ার পর যদি চান্সকৃত সাবজেক্ট পরিবর্তন করতে চাও..তখন যেটা হবে_ তোমার চান্সকৃত সাবজেক্টের উপরে যে সাবজেক্ট গুলো আছে শুধু ঐ গুলোই আসতে পারবে নিচের গুলো কিন্ত নয়🚫 যেহেতু সম্পূর্ণ কাজ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত💯
আর সাবজেক্ট পরিবর্তনের এই প্রক্রিয়াকে বলে "মাইগ্রেশন" ll
উদাহরণসরূপ যদি বলি, ধরো তুমি সাবজেক্ট চয়েস দিছো এইভাবে- ১.পদার্থ, ২.রসায়ন, ৩.গণিত
এখন যদি তোমার সাবজেক্ট আসে 'রসায়ন' তবে তুমি মাইগ্রেশন করলে 'পদার্থ' পেতে পারো অথবা সাবজেক্ট পরিবর্তন নাও হতে পারে✔ কিন্তু কখনোই 'গণিত' আসবে না❌ যদি তোমার সাবজেক্ট আসে 'পদার্থ' তবে তোমার মাইগ্রেশন করে কোনো লাভ নেই কারণ 'পদার্থ' তোমার 1st চয়েস ছিল☝ সুতরাং সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না❌ আর আগেই বলেছি নিচের গুলো আসা সম্ভব না.. না.. না..😐 তাই ভেবে চিন্তে সাবজেক্ট চয়েস দিও❣
আশা করি বুঝেছো!
সাবেজেক্ট যে কয়টা খুশি চয়েস দিতে পারবে🤩 সাইন্স, আর্টস্, কমার্সের সাবজেক্ট মিশিয়েও চয়েস দিতে পারো সমস্যা নাই🥳 কিন্তু প্রাথমিক আবেদনের সময় কলেজ যেকোনো একটাই চয়েস দিতে পারবে😕
💥[বি:দ্র: NU ভর্তি যদিও ৩ ধাপে সম্পন্ন করা হয় কিন্তু কেউ যদি প্রাথমিক আবেদন না করে সে বাকি ২ বারের আবেদনে আর ভাগ নিতে পারবে না🚫
আর একটা কথা সব সময় মনে রেখো যেটা আগেও বলেছি আবারও বলছি, NU ভর্তি পদ্ধতি সম্পূর্ন কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত🔥 কোনো কলেজ কতৃপক্ষ বা শিক্ষক বা অন্য কেউ চাইলেই কাউকে কোনো কলেজে ভর্তি করাতে পারে না❌ টাকার বিনিময়েও না🌚 কারণ এটা তাদের হাতে থাকে না😒 তাই সাবধান!⚠ কারো ফাদে পা দিও না]☠
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
অনার্স (২১-২২) ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।।
আবেদনে নতুন চমক 🔥
আবদনের যোগ্যতায় আবার পরিবর্তন 🤟
💢SSC মানবিক বিভাগ:
নূন্যতম জিপিএ- ৩.৫০
💢SSC বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ:
নূন্যতম জিপিএ-৩.৫০
💥HSC মানবিক বিভাগ:
নূন্যতম জিপিএ- ৩.০০
💥HSC বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ:
নূন্যতম জিপিএ-৩.৫০
🔥এর কম কেউ আবেদন করতে পারবে না ⚠️।
কোন মন্তব্য নেই