Header Ads

Header ADS

ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি। -শাকিব খান

 

ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।
-শাকিব খান

শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।


আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।


অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। 

--শাকিব খান.


When I was new, I didn’t know where my career was going. Initially, my films were not even successful, but then I learnt a lot from the mistakes I made. Hence, I owe my success to my failures, as much as my successes itself. 


I believe in keeping pace with my hard work, sincerity and honesty! And maybe that is why, i have reached wherever I am today. I'm happy that I have entertained people and made them happy. 


I want to thank everyone who I have worked with; the directors, producers, as well as the others who have worked with me. They have all contributed to this journey of 23 years. I also want to humbly thank my audience, who are the base of my strength & who have given me so much love and respect. Im thankful to my family as well, for their everlasting support. Keep loving, and praying for me always. Love you all.

-Sakib Khan

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.