জীবনে তিনটি সত্য কী কী?
![]() |
জীবনে তিনটি সত্য কী কী?
i) কাউকে বেশি পাত্তা দিলে সে গাছে উঠে।
ii) দিনশেষে আপনি শুধুই আপনার।
iii) বাবা-মা ছাড়া আর কেউই নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে না।
জীবনের ১৫ টা কঠিন সত্য:
১)বেশিরভাগ বন্ধুত্বই চিরকাল স্থায়ী হয় না। সেরা বন্ধু (বেস্ট ফ্রেন্ড) একসময় শুধু বন্ধু হয়ে যায়, বন্ধু
২) একসময় পরিচিত মানুষে পরিণত হয় এবং পরিচিতরা অপরিচিত হয়ে যায়।
৩)সৌন্দর্য এবং সুদর্শনদের কদর বেশি। লোকেরা মুখে যাই বলুক না কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের কদর অনেক বেশি।
৪)পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে । তাই কখনও কারও উপর অন্ধ বিশ্বাস করবেন না।
৫)দূর থেকে অন্যদিকের ঘাস সবসময় সবুজ দেখায়। সবসময় অল্পেই সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন, যদিও অনেক কিছুই অর্জনের আকাঙ্ক্ষা থাকে।
৬)কেউই বিনামূল্যে একবেলা খাওয়াবে না আপনাকে । বেশিরভাগ মানুষের খটকা দয়া ও অনুগ্রহের পিছনে নিশ্চয়ই কোনও উদ্দেশ্য থাকে ।
৭)আপনি সফল হলে আর বন্ধুর অভাব থাকবে না। কিন্তু যদি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরা আপনাকে ছোট করার আগে দু'বার ভাবেনা।
৮)মানুষের সমালোচনা করা একটা স্বভাব। আপনি যা-ই করুন না কেন, সবাই আপনাকে বিচার করেই যাবে।
৯)কথা মুখের বাইরে বেরোলেই আর ফেরত আনা যায়না । তাই কিছু বলার আগে দু'বার ভাবুন।
১০) অর্থের অভাব থাকবেই। যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনও গুরুত্ব নেই।
১১)শুধু শুধু পরিশ্রম সাফল্যে আনে না। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে, তারাই সত্যিকার অর্থে সফল হয় যাদের পরিশ্রম ছাড়াও শক্তপোক্ত ক্ষমতা ও গোপন হাত রয়েছে।
১২) বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলো লোক দেখানো হয়ে যায়, আর আবেগ শুকিয়ে যায়। একমাত্র শিশুদের কাছেই সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে।
১৩) সময় হলো সবচেয়ে ভয়ংকর শক্তি। সময় সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়।
১৪) অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ , তা অন্যের কাছ থেকেই হোক কিংবা নিজের কাছ থেকেই হোক।
অনুশোচনা তিক্ত হতে পারে। খারাপ পছন্দের কারণে অনুশোচনা, ব্যর্থ সম্পর্কের কারণে আফসোস, দুটোই খুব খারাপ।
১৫) জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না। সুতরাং প্রতিটি অভিজ্ঞতাকেই উপভোগ করা উচিত।
কোন মন্তব্য নেই